প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২০:৪৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ফোনে কথা বলেছেন। এই আলাপটি হয়েছে পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের ঠিক আগে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার সিএনএন এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প আলাস্কার অ্যাঙ্কোরেজের পথে থাকা অবস্থায় এই ফোনালাপ সম্পন্ন করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প নিজেই এই তথ্য প্রকাশ করেন।
তিনি পোস্টে উল্লেখ করেন, লুকাশেঙ্কোর সঙ্গে তার আলাপ ছিল ‘দারুণ’। বন্দি মুক্তির জন্য তিনি বেলারুশের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং এই প্রসঙ্গেই আলাপের সূচনা হয়।
ট্রাম্প আরও জানান, আলাপের সময় আসন্ন আলাস্কা বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন তিনি।
ইউক্রেন যুদ্ধের সময় থেকে বেলারুশ ও রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। লুকাশেঙ্কো দীর্ঘদিন ধরেই পুতিনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত হন।
বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ হলো— ইউক্রেন যুদ্ধে বেলারুশ রাশিয়াকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণের অংশ বেলারুশের ভূখণ্ড থেকেই শুরু হয়েছিল।
এছাড়া পুতিন সম্প্রতি বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছেন। এই পদক্ষেপ দুই দেশের সামরিক জোটকে আরও শক্তিশালী করেছে এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়িয়েছে।
পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে লুকাশেঙ্কো মস্কোর সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছেন। ফলে আলাস্কা বৈঠকের আগে এই ফোনালাপ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।