নদী পার হতে দূর্ভোগ : ফেরি পারের অপেক্ষায় শতশত যানবাহন

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: বুধবার ২৯শে ডিসেম্বর ২০২১ ১১:০৪ অপরাহ্ন
নদী পার হতে দূর্ভোগ : ফেরি পারের অপেক্ষায় শতশত যানবাহন

২১ জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকটের কারণে দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় প্রায় ৪'শতাধিক পন্যবাহী ট্রাক ও ২'শতাধিক যাত্রীবাহী বাস  রয়েছে। এতে করে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল ষ্কুল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পন্যবাহী ট্রাকের সারি রয়েছে। 


সরজমিনে বুধবার (২৯ ডিসেম্বর) সকালে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় গিয়ে দেখা যায় ও ঘাট সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট রয়েছে। এই নৌরুটে ১৮/২০ ছোট-বড় ফেরি চলাচল করলেও বর্তমান ১৫টি ফেরি সচল রয়েছে। যে কারণে প্রতিনিয়ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে উভয় ঘাটে শতশত যানবাহন ফেরি পারের অপেক্ষায় থাকতে হচ্ছে। সাড়ে ৩ কিলোমিটার পথ যেতে অপেক্ষা করতে হচ্ছে তিন দিন। ব্যয় করতে হয় প্রয়োজনের চেয়ে ৩/৪ গুন বেশি টাকা। ঘুম চোখে নিয়ে বসে থাকতে হয় ড্রাইভিং সিটে। শুকনো খাবার খেতে হয় অতিরিক্ত টাকা দিয়ে। এভাবেই চলে প্রতিনিয়ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে উভয় ঘাটে। কথাগুলো বলেন ঝিনাইদাহ থেকে ঢাকাগামী পন্যবাহী ট্রাক চালক কামরুল ইসলাম। তিনি আরও বলেন, বছরের বেশির ভাগ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় পারে দুর্ভোগ পোহাতে হয়। গুনতে হয় অতিরিক্ত টাকা। নির্যাতন সহ্য করতে হয় দালালচক্রের।


যাত্রীবাহী বাস এসপি গোল্ডেন লাইন পরিবহনের এক চালক বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় ঘাটের দুর্ভোগ আমাদের সহ্য হয়ে গেছে। এই দুর্ভোগ এখন কিছু মনে হয় না। তিনি দুঃখ করে আরও বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের দুর্ভোগ কে না জানে ? এই ঘাটের দুর্ভোগ সারাবছরের। যে কারণে আর বলতে মনে চায় না।


বোয়ালমারী থেকে আসা ৫০ বছরের এক নারী যাত্রী বলেন, দৌলতদিয়া ঘাটে যানজটের কারণে প্রায় ৩ঘণ্টা যাবৎ অপেক্ষা করছি। তবুও ফেরির দেখা মেলেনি। তিনি আরো বলেন, গাড়ীর মধ্যে দীর্ঘ সময় বসে আছি। গাড়ী চলছে না। প্রয়োজনের তাগিদে গাড়ী থেকে নেমেছি কিন্ত মাঝ রাস্তায় কোন পাবলিক টয়লেট খুঁজে পাচ্ছি না। নারী ও শিশু যাত্রীদের কথা বিবেচনা করে ঘাট সংশ্লিষ্টদের মহাসড়কে পর্যাপ্ত পরিমান পাবলিক টয়লেট দেওয়া প্রয়োজন।


বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ শিহাব উদ্দিন জানান, নদী পারাপারের অপেক্ষায়    দৌলতদিয়া ঘাটে প্রায় ৫'শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস অপেক্ষায় রয়েছে। বর্তমানে দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৫টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।