এবার নেত্রকোনার খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন ধ্রুব ও পাপড়ি

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: রবিবার ২৯শে জানুয়ারী ২০২৩ ০৭:৫৪ অপরাহ্ন
এবার নেত্রকোনার খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন  ধ্রুব ও পাপড়ি

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবার নেত্রকোনা প্রখ্যাত কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রচ্ছদশিল্পী ও সাহিত্যিক ধ্রুব এষ এবং কথা সাহিত্যিক পাপড়ি রহমান।


     নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান গতকাল রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, নেত্রকোনা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতি বছর পহেলা ফাল্গুনে নেত্রকোনার পাবলিক লাইব্রেরীর বকুল তলা চত্বরে বসন্তকালীন সাহিত্য উৎসব ও কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার প্রদান করে আসছে। উৎসবে প্রতি বছর বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশ বরেণ্য এক জন লেখক, কবি, সাহিত্যিককে এ পুরস্কার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী পহেলা ফাল্গুন নেত্রকোনার পাবলিক লাইব্রেরীর বকুল তলা চত্বরে ২৬তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


    নেত্রকোনা সাহিত্য সমাজ পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এবার বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখায় প্রচ্ছদ শিল্পী ও শিশু সাহিত্যিক ধ্রুব এষ এবং কথা সাহিত্যিক পাপড়ি রহমানকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার-১৪২৯ বঙ্গাব্দ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


     ধ্রুব এষ প্রচ্ছদ শিল্পী ছাড়াও কবিতা, শিশু সাহিত্য ও গল্পে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। পারি পাতার গাড়ি, সূর্য মামার বাচ্চাদের গল্প, ঠিক দুক্কুর বেলা, ভূতপুর, রাফখাতা তাঁর উল্লেখযোগ্য শিশু সাহিত্য। আর কথা সাহিত্যিক পাপড়ি রহমানের অষ্টরম্ভা, ধূলিচিত্রিত দৃশ্যাবলি, পোড়া নদীর স্বপ্নপূরণ, বয়ন, পালাটিয়া উল্লেখযোগ্য গ্রন্থ।


     নেত্রকোনা সাহিত্য সমাজের কবি তানভীর জাহান চৌধুরী জানান, বসন্তকালীন সাহিত্য উৎসবে এর আগে ২৭ জন কবি-সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কৃতজনরা হচ্ছেন, অধ্যাপক যতীন সরকার, অধ্যাপক আনিসুজ্জামান, কবীর চৌধুরী, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, রাহাত খান, হেলাল হাফিজ, রফিক আজাদ, বুলবন ওসমান, মহাদেব সাহা, জাফর ইকবাল, নাসরিন জাহান, আবু হাসান শাহরিয়ার, সেলিনা হোসেন, সেলিম আল দীন, আলতাফ হোসাইন, আনিসুল হক, জাকির তালুকদার, মোহাম্মদ রফিক, মোহাম্মদ নুরুল হক, আসাদ চৌধুরী, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, খালেদ মতিন (মরণোত্তর), রফিকউল্লাহ খান, মারুফুল ইসলাম, কামাল চৌধুরী, শামসুজ্জামান খান (মরণোত্তর) ও শামীম রেজা।