প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ২:১৭
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে এ দিনটির সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অনুমোদিত হয়।
বিস্তারিত আসছে…
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশটি গণতন্ত্রের পথে সঠিকভাবে এগোচ্ছে বলে মনে করে তারা। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে অংশ নেয় প্রতিনিধি দলটি। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মুনির সাতুরির নেতৃত্বে আসা এই দলটির সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকে মানবাধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার
ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি জবানবন্দি দেন। মামলার শেষ সাক্ষী হিসেবে তাকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে বুধবার তিনি আংশিক জবানবন্দি দিয়েছিলেন। তখন তিনি বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে বসে ভোট প্রদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এনআইডি লক হওয়ায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না। বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করা হয়। এই লক থাকায় তারা প্রবাসে বসে অনলাইনে নিবন্ধন করতে পারবে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন। এই সফরে তিনি দেশ এবং সরকারের চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রম তুলে ধরবেন। ড. ইউনূস ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে তিনি আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং উৎসবমুখর সাধারণ নির্বাচনের জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমইপি) মুনির সাতোরি নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা সফরকারী প্রতিনিধিদলকে জানান, নির্বাচনের সময়সূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। এটি রমজানের আগে ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হবে।