পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বরিশাল টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাউখালী-নৈকাঠী সড়কের বড়বিড়ালজুরী নাম স্থানে আব্দুল আল সানী (১৭) কাউখালী থেকে জয়কুল যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার সাথে মোটরসাইকেল আরোহী বীথি আক্তার তান্না গুরুত্বর আহত হয়। জানা গেছে নিহত আব্দুল আল সানী উপজেলার জয়কুল গ্রামের মামুন হোসেন বিপ্লবের ছেলে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।