উখিয়ায় বনবিভাগের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪৭ অপরাহ্ন
উখিয়ায় বনবিভাগের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত

কক্সবাজারের উখিয়া রেঞ্জের সদর বিটের সরকারী বনভূমিতে নির্মিত হচ্ছে বহুতল ভবন। প্রভাবশালী বনদস্যুরা প্লট আকারে বনভূমি বিক্রি করলেও বন বিভাগের রহস্যজনক ভূমিকা নিয়ে সচেতন মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। শুধু তাই নয় কর্তৃপক্ষের নাকের ডগায় অবৈধ ভাবে বহুতল ভবন তৈরী করায় রীতিমত তোলঁপাড় সৃষ্টি হয়েছে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, উখিয়া রেঞ্জের আওতাধীন সদর বনবিটের অধিনে নিউ ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকার চিহ্নিত ভুমিদস্যু ইলিয়াছ প্রকাশ স্ক্র্যাপ ইলিয়াছ স্থানীয় বন বিভাগের কতিপয় কর্মকর্তাদেরকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে সরকারি বনভুমির জায়গা জবরদখল করে স্ক্র্যাপের কালো টাকার পাহাড় দিয়ে নির্মাণ করে যাচ্ছে আলিশান ভবন। 

উক্ত সরকারী জায়গায় অবৈধ স্থাপনা তৈরী যেন সচেতন মহলে হতবাক বনে গেছে। স্থানীয় সচেতন জনগণ জানান, বন বিভাগকে মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে প্রকাশ্যে সরকারী জায়গার উপর অবৈধ স্থাপনা বা বহুতল ভবন নিমার্ণ করে যাচ্ছে। এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি ইলিয়াছ বহুতল ভবনটি সরকারী বন বিভাগের উপর অবৈধ ভাবে নির্মাণের সত্যতা স্বীকার করেন। সবাই যেভাবে বন কর্মকর্তাদেরকে টাকা দিয়ে করেছে তাই তিনিও করেছেন এতে সমস্যা কি?
এপ্রসঙ্গে জানতে চাইলে উখিয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী তারিকুর রহমান বলেন সরকারী বনভূমি জবর দখল ও অবৈধ স্থাপনা তৈরীতে জড়িত যত বড় ক্ষমতা ধর ব্যক্তি হোক না কেন উচ্ছেদ অভিযান চালিয়ে তা গুটিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।

ইনিউজ ৭১/এম.আর