আগৈলঝাড়ায় ইয়াবাসহ কোচিং শিক্ষক ও দুই সহোদর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই ফেব্রুয়ারি ২০১৯ ০৪:০৮ অপরাহ্ন
আগৈলঝাড়ায় ইয়াবাসহ কোচিং শিক্ষক ও দুই সহোদর গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় দুই সহোদরসহ তিন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। থানায় মামলা দায়ের সূত্রে জানা গেছে, উপজেলা গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী ব্রীজের উপর থেকে সুজনকাঠী গ্রামের গিয়াস উদ্দিন মোল্লার ছেলে নাজমুল আহম্মেদ সাজু (২২) ও তার সহোদর নাহিদ আহাম্মেদ রাজু (১৯) এবং একই এলাকার মো. আব্বাস উদ্দিন মোল্লার ছেলে স্থানীয় একটি কোচিং সেন্টারের শিক্ষক মোল্লা রহমত উল্লাহ (২৩)কে ১০পিচ ইয়াবাসহ বুধবার রাতে এসআই নাসির উদ্দিন গ্রেফতার করেন। এ ঘটনায় এসআই নাসির উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার মামলা দায়ের করেছেন, নং-২ (৭/২/২০১৯)। গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।