প্রকাশ: ২১ মে ২০২০, ১৭:৭
বঙ্গোপসাগর থেকে উঠে রাজশাহী এসে নিম্নচাপে পরিণত হয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্পান। এর আগে বুধবার সন্ধ্যা থেকে উপকূলীয় অঞ্চলে শুরু হয় আম্পানের তাণ্ডব। সারারাত এটি দেশের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালিয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার পর এটি রাজশাহীতে স্থল নিম্নচাপে পরিণত হয়। ঘূর্ণিঝড় পর্যবেক্ষণকারী ওয়েবসাইট উইনডি ডটকমের তথ্যমতে, সকাল ১০টার দিকে নিম্নচাপটি রাজশাহীর গোদাগাড়ীর ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছিল।
এটি অবশ্য ঘূর্ণিঝড়ের মাত্রায় পড়ে না। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজশাহীতে ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখনও আকাশ মেঘলা। এখন নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। আম্পান অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে ঘণ্টায় সর্বোচ্চ ১৫১ কিলোমিটার গতিতে আঘাত হানে সাতক্ষীরায়। এটি বাংলাদেশে আম্পানের সর্বোচ্চ গতি বলেও জানায় আবহাওয়া অফিস। আম্পান একই অঞ্চলে কিছু সময়ের বিরতিতে দুইবার আঘাত হানে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।