কালিয়াকৈরে ডাকাতদের আধাকাটা গাছ পড়ে বাইক চালক আহত

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, উপজেলা প্রতিনিধি তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশিত: সোমবার ১৫ই জুন ২০২০ ০৭:৪৪ অপরাহ্ন
কালিয়াকৈরে ডাকাতদের আধাকাটা গাছ পড়ে বাইক চালক আহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার  বারবাড়িয়া এলাকায় সোমবার সকালে কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আ লিক সড়কে পাশা থাকা ডাকাতদের আধা কাটা  গাছ ভেঙ্গে মটরবাইকের ওপড়ে পড়ে চালক আরজু হোসেন(২৬)নামে গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তবে ওই চালক চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী ও আহতের পরিবার জানান, উপজেলার জাথালিয়া(মজিদচালা) এলাকার নিজ বাড়ি থেকে সকাল নয়টার দিকে মটরবাইক নিয়ে তার বোনের বাড়ি গবিন্দপুর যাওয়ার উদ্যোশে রওয়ানা দেয়। ফুলবাড়িয়া আ লিক সড়কের বনের  মধ্যে বারবাড়িয়া এলাকায় পৌছালে রাস্তার পাশে রাতে ডাকাতদের আধা কাটা বাগান গাছ হঠাৎ ভেঙ্গে ওই মটরবাইকের ওপর পড়লে এতে ঘটনাস্থলেই মটরবাইক চালক আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তার মাঝে পড়ে যায়। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন । তবে চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। জানা গেছে ওই স্থানে কিছু দিন পর পর রাস্তার ওপর গাছ ফেলে ডাকাতি ঘটনা ঘটে।

ফুলবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার মো.সাইফুল ইসলাম জানান, গাছ পড়ে মটরবাইক চালক আহত হয়েছে শোনে আমি দুঃখিত। তবে ওই স্থানে কতদিন পরপর গাছ ফেলে ডাকাতি হয়। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাসী।