নাটোর-১: এমপি শহিদুল ইসলাম বকুলকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
মোঃ আশিকুর রহমান টুটুল, জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: মঙ্গলবার ২৮শে নভেম্বর ২০২৩ ০৯:০০ অপরাহ্ন
নাটোর-১: এমপি শহিদুল ইসলাম বকুলকে সংবর্ধনা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বনপাড়া বাইপাস ও গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এতে দুই উপজেলার কয়েক হাজার নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও  বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলকে সংবর্ধানা জানাতে উপস্থিত হন। 


এসময় শহিদুল ইসলাম বকুল বলেন, পাঁচ বছরে লালপুর-বাগাতিপাড়ায় কোন চাঁদাবাজি হয়নি। কোন রাজনৈতিক হত্যা হয়নি। এ জনপদের মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নে রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে তা কোনোদিনও সম্ভব হতো না। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত আবারো অগ্নি-সন্ত্রাস ও মানুষ হত্যা শুরু করেছে। কিন্তু জনগন তাদের প্রত্যাখান করেছে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন অব্যহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো আপনাদের মাঝে আমাকে নৌকা মার্কা দিয়ে পাঠিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে ও নৌকাকে জয়যুক্ত করার বিকল্প নেই।’


এমপি বকুল আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিজেদের মধ্যে অনৈক্য দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।’


এসময় বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদ অধ্যক্ষ বাবুল আকতার, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্টু, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (একাংশ) রোকনুল ইসলামসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।