আশাশুনিতে সাড়ম্বরের সাথে বই উৎসব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: শনিবার ২রা জানুয়ারী ২০২১ ০৮:২০ পূর্বাহ্ন
আশাশুনিতে সাড়ম্বরের সাথে বই উৎসব উদ্বোধন

আশাশুনিতে সারাদেশের ন্যায় নতুন বছরের প্রথম দিনে সাড়ম্বরের সাথে বই উৎসব উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সকালে আশাশুনি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণের মধ্যদিয়ে বই উৎসবে শুভ উদ্বোধন করা হয়। এছাড়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে বই উৎসব উদ্বোধন ও বই বিতরণ করা হয়। 


উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। উপজেলার ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি কেজি স্কুল, ১টি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল,


১০টি এনজিও পরিচালিত ক্রিসেন্ট স্কুলের ৩১ হাজার ৯৩৪ জন ছাত্রছাত্রীর মাঝে বই বিতরণ করা হয়। প্রাক প্রাথমিকে ৫৬০০ সেট, ১ম শ্রেণিতে ৫৬০০ সেট, ২য় শ্রেণিতে ৫৫৫০ সেট, ৩য় শ্রেণিতে ৫৪১০ সেট, ৪র্থ শ্রেণিতে ৫২২৬ সেট ও ৫ম শ্রেনিতে ৪৫৪৮ সেট বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,


উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম, আব্দুর রাকিব, শাহজাহান আলী, আবু সেলিম, ইদ্রিস আলী, গৌরাঙ্গ কুমার গাইন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল প্রমুখ।  সম্পাদক ও শোভনালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শম্ভুজিত মন্ডল।