গলায় খাবার আটকে ওসির মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৬শে জুন ২০২১ ০৯:৪০ অপরাহ্ন
গলায় খাবার আটকে ওসির মেয়ের মৃত্যু

গলায় খাবার আটকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)'র মেয়ের  মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৯টার দিকে নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা এলাকায় এ ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মালিহা মাহজাবিন মৌলি (১৪) পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. গোলাম মোস্তফার বড় মেয়ে।




রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও নগর মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, মোস্তফার দুই মেয়ের মধ্যে মৌলি বড়। ছোটবেলা থেকেই মৌলি মানসিক প্রতিবন্ধী ছিল। তার মৃগী রোগও ছিল বলে তার পরিবার জানায়।




তিনি আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে সকালে মৌলির মরদেহ বাগমারা উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যান। বাদ আসর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।