বরিশালে করোনা ভাইরাস সংক্রমণে কর্মহীন মানুষের মাঝে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে নগরীর ২০নং ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন ও ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, দুই কেজি পিঁয়াজ, দুই কেজি ডাল ও এক লিটার তৈল।
মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন জানান, ইতোমধ্যে নগরীর ২০, ২২ ও ২৩নং ওয়ার্ডে কর্মহীন মানুষের মাঝে তিন হাজার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাকি ২৭টি ওয়ার্ডে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হবে।
২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রীকে আমার ওয়ার্ডের অসহায় ও কর্মহীন মানুষের সমস্যার কথা জানাই। তিনি দ্রুততম সময়ের মধ্যে এক হাজার পারিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেন।
এছাড়া পর্যায়ক্রমে সকল অসহায় ও কর্মহীন মানুষের মাঝে পৌছে দেওয়ার আশ্বস্ত করেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আ'লীগের সাবেক সহ-সভাপতি মীর আমির উদ্দিন মোহন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা সুলতান মাহামুদ হাওলাদার,
২০নং ওয়ার্ড আ'লীগের সাবেক সভাপতি মনির, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য বাবু, মোস্তাফিজুর রহমান রানাসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।