কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। কর্মসূচীর মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভা শেষে তবারক বিতরণ।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাঈদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সহ সভাপতি ডেইলী স্টারের জেলা প্রতিনিধি অ্যাড. মোঃ সোহরাব হোসেন ও প্রথমআলো পটুয়াখালী জেলা প্রতিনিধি সংকর দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.এম. মিজানুর রহমান বুলেট ও সাবেক সাধারণ সম্পাদক
আনোয়ার হোসেন আনু প্রমুখ। অপরদিকে ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) আসর নামাজ বাদ হোটেল কুয়াকাটা ইন হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।