কোনো অবৈধ দখলদার উচ্ছেদে বৈধ নোটিশ দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর দক্ষিণ কাফরুল এলাকায় সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, নগরপিতা হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবে সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
তিনি বলেন, সিটি করপোরেশনের জায়গায় কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠলে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। আগে কোনো নোটিশ দেওয়া হবে না।
মেয়র আতিক আরও বলেন, রাস্তা কারও একার জন্য নয়, সবার ব্যবহারের জন্য। তাই যারা রাস্তা দখল করে রেখেছেন নিজ দায়িত্বে দখল ছেড়ে দিন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।