কালিয়াকৈরে ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার ২৫শে আগস্ট ২০২১ ০৪:৩২ অপরাহ্ন
কালিয়াকৈরে ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

 গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা ইউএনও  সহকারী (ভূমি)কর্মকর্তা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  কালিয়াকৈর উপজেলা ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।


উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ মামুনুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, ইমরান হোসেন হান্নান, সাধারণ সম্পাদক আলিম অভি,   ইমরান হোসেন হান্নান,   আব্দুল মান্নান, আজিজুর রহমান,খোরশেদ আলম, নাজমুল হাসান ,মীর সোহেল মিয়া, মনিরুজ্জামান, দেলদুয়ার হোসেন প্রমূখ ।