বরিশালে ঘুরতে এসে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ১৭ই সেপ্টেম্বর ২০২১ ১১:০৬ অপরাহ্ন
বরিশালে ঘুরতে এসে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর

বাকেরগঞ্জ থেকে ১৮ বন্ধু বরিশালে ঘুরতে এসে লাশ হয়ে ফিরলেন ৩ বন্ধু। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে বাসের চাপায় নিহত হয়েছেন তারা। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এ দুর্ঘটনা ঘটে।  নিহত শিক্ষার্থীরা হলেন- জেলার বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের পুত্র সিয়াম, জয়দেব দাসের পুত্র চয়ন দাস ও অপর শিক্ষার্থী রাব্বি। এদের মধ্যে রাব্বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান। এছাড়া মুমূর্ষু অবস্থায় আরও একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 


বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনায় আহত তিন শিক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মাহাতাব হোসেন ২ জনকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে রাব্বি নামের আরেক শিক্ষার্থী মারা যায়।


ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীদের চাপা দেয়া রাতুল-রোহান নামক বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক ও তার সহকারী পলাতক রয়েছে। নিহতদের লাশ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।


প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে একটি বাসকে ওভারটেক করছিল। এসময় বিপরীত দিক থেকে বাস এসে পড়লে তারা বাসের নিচে চাপা পগে। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। 


নিহতের বন্ধু রাকিব ও তপু জানান, তারা বাকেরগঞ্জ জে.এস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। ৬টি মোটরসাইকেলে ১৮ জন বন্ধু একসাথে বরিশালে ঘুরতে এসেছিলেন।