নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎপৃষ্টে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। জানা গেছে,সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের চৌঘাট বাদুড়পাড়া গ্রামের কৃষক চন্দন হেমরম (৫৭) মাছ ধরার জন্য খেবলা জাল নিয়ে বানাইকুড়ি মাঠে যাওয়ার জন্য বাড়ী থেকে রওনা দেয়। পথে বস্তাবর কলঘরের দক্ষিণে একটি পুকুর অতিক্রম করার সময় পুকুরের বৈদ্যুতিক মোটরের জন্য টানানো তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শে সে ঘটনাস্থলে মারা যায়।
নিহত চন্দন হাসদা পার্শ্ববতী পতœীতলা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মুন্সি হাসদার ছেলে। প্রায় ২০ পূর্বে চৌঘাট বাদুড়পাড়া গ্রামের মৃত বাহাদুর হাসদার মেয়েকে বিয়ে করে সে শ্বশুড় বাড়ীতে বসবাস করছিল।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কে,এম রাকিবুল হুদা বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুও মামলা দায়ের করেছে। বিষযটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।