অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবায় বিশেষজ্ঞ মেডিকেল টিম বরিশালে

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ২৫শে ডিসেম্বর ২০২১ ০৫:৫৮ অপরাহ্ন
অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবায় বিশেষজ্ঞ মেডিকেল টিম বরিশালে

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে বরিশালে এসে পৌছেছেন  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৭ সদস্যের একটি মেডিকেল টিম। শুক্রবার রাতে তারা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেই অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দেয়া শুরু করেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম।


তিনি জানান, লঞ্চে ভয়াবহ অগ্নিকা-ে অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতী বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক (প্লাস্টিক সার্জারি) ডাঃ নুরুল আলম এর নেতৃত্বে ডাঃ মাসরুর উর রহমান, রেজিষ্ট্রার ডাঃ মোরশেদ কামাল, ফেস বি রেসিডেন্ট ডাঃ মৃদুল কান্তি সরকার, ডাঃ শাওন বিন রহমান ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাঃ আল মোনতাসির বিল্লাহ, ডাঃ ইসতিয়াক সুলতান এসেছেন। শনিবার সকাল ছয়টা থেকে তারা রোগীদের সেবা দিচ্ছেন।


মেডিক্যাল টিমের প্রধান নুরুল আলম বলেন, রোগীদের পর্যবেক্ষণ করার পর প্রয়োজন হলে জরুরি অপারেশন করা হবে। এ কারণে অপারেশন থিয়েটার প্রস্তুত রাখতে বলা হয়েছে। তিনি আরো বলেন, শেবাচিম হাসপাতালেই প্লাস্টিক সার্জারি সম্ভব। যাদেরটা সম্ভব নয়, তাদের ঢাকায় নেয়া হবে।’


উল্লেখ্য, ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ আছে শতাধিক। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।