পিরোজপুরের কাউখালীতে ৮ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় কুয়াকাটা থেকে খুলনাগামী মীমজাল এক্সপ্রেস পরিবহন বেকুটিয়া ফেরীতে ওঠার অপেক্ষায় থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলা কোষ্টগার্ড গাড়ী তল্লাশী করে গাড়ীর মধ্যে প্যাকেট করাবস্থায় প্রায় ৮ মণ জাটকা ইলিশ জব্দ করে।
মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা জব্দকৃত জাটকা ইলিশগুলো উপজেলার ১৬টি এতিমখানাসহ শতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।