ঘোড়াঘাটে মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ১০ই জানুয়ারী ২০২২ ০৭:৩১ অপরাহ্ন
ঘোড়াঘাটে মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি কওমি মাদ্রাসার শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক (৯) এর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। 

 

রোববার(৯ জানুয়ারি) সন্ধ্যায় ডুগডুগি-পাঁচবিবি সড়কের পার্শ্বের গর্তে থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃত আবু বক্কর সিদ্দিক ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের রুহুল আমিন এর ছেলে।


স্থানীয় মিনহাজুল ইসলাম জানান,শনিবার বিকেলে আবু বক্কর সিদ্দিক এর মা আছিয়া বেগম ছেলেকে মাদ্রাসায় রেখে বাড়ি যায়। ওই রাতেই প্রতিবেশি দাদা সামছুল ইসলাম মাদ্রাসায় তাকে দেখতে গেলে আবু বক্কর সিদ্দিক কে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুজি করেন। পরের দিন রবিবার সন্ধ্যায় ডুগডুগি-পাঁচবিবি সড়কের পার্শ্বে গর্ত থেকে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ঘোড়াঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে। 


ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আবু বক্কর সিদ্দিক কে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ওই মাদ্রাসা ছাত্রের মা আছিয়া বেগম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সোমবার সকালে দিনাজপুর মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।