মাদারীপুর জেলা শাখার বিসিডিএস এর সদস্য সচিব মোঃ সাকিব হাসান এর সহযোগীতায় মাদারীপুরে অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২০জানুয়ারি)দুপুরে মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে ২শজন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ১টি করে কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে শীত বস্ত্র বিতরণ করেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস।মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহাবুবুর রহমান বাদল সভাপতিত্বে , আরো উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মৈএী মিডিয়ার সাধারণ সম্পাদক আরাফাত শরিফ,সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত শরিফ বলেন সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতে আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।