নওগাঁয় হাত-পা বাঁধা অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: সোমবার ২১শে মার্চ ২০২২ ০৩:০৭ অপরাহ্ন
নওগাঁয় হাত-পা বাঁধা অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার

 নওগাঁর মান্দায় ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. ইউসুফ  নামের ১৫ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁশোপাড়া গ্রামের পাশে এক ভুট্টার ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। 


নিহত কিশোর মো. ইউসুফ কাঁশোপাড়া ইউনিয়নের আন্ধারিয়া পাড়া গ্রামের রিক্সা চালক মো. রেজাউল ইসলামের ছেলে। ইউসুফ চকউলি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,  গতকাল ( রবিবার)  সকালে গ্রামের কয়েকজন জেলের সাথে পাশ্ববর্তী কাশোপাড়ায় এক ব্যক্তির পুকুরে মাছ ধরতে যায় ইউসুফ।


মাছ ধরা শেষে দুপুর আড়াইটার দিকে বাড়িতে এসে গোসল করে দুপুরের খাবার খেয়ে আবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর সন্ধ্যা হয়ে হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন আশে-পাশে তাকে খোঁজাখুজি করে সন্ধ্যান না পেয়ে রাত ৯টার দিকে এলাকায় মাইকিং করে। এর পর আজ ( সোমবার ) দুপুর সাড়ে ১২টার দিকে ভুট্টাক্ষেতে স্থানীয় কয়েকজন কৃষক হাত-পা বাঁধা,চোখ ও গোপনাঙ্গ জখম অবস্থায় ইউসুফ এর মরদেহটি দেখতে পেয়ে পরিবার ও থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।


এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো.শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ হাত-পা বাঁধা অবস্থায়  ইউসুফ এর মরদেহ একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করেছে। মরদেহটির চোখ এবং গোপন অংশে ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদও হাসপাতাল মর্গে পাঠানোর পক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আমরা ঘটনাটি গভীরভাবে তদন্ত করবো।