সকাল থেকেই বাঙালি বরণ করে নিচ্ছে তাদের সংস্কৃতির বৃহত্তম উৎসব “পহেলা বৈশাখ ১৪২৯তবে পবিত্র মাহে রমজানের কারণে অন্যান্য বছরের তুলানায় এবারের আয়োজন ছিল স্বল্প পরিসরে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টা সরাইল উপজেলা প্রশাসন চত্বরে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনটিকে বরণ করে নেয় উপজেলাবাসী।শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এসে শেষ হয়।
বর্তমান সময়ে বৈশাখী উৎসব এখন আর অল্প মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলার শহর ও গ্রাম গুলোতে ঘটা পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উৎসব পালন করা হয় । একে অন্যের মাঝে বাঙ্গালী খাবার বিতরন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় এই দিন কে। বাংলা নববর্ষ, বাংলা সালে প্রথম দিন থেকে বাংলা নববর্ষ হিসেবে পালন করা হয় তাকে। পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষ্যে বাংলা নববর্ষ ১৪২৯ বরণ উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজিত মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, এ সময় উপস্থিত ছিলেন,
সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো.নোমান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,
বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এস এম ফরিদ, আওয়ামীলীগ নেতা মো.মাহফুজ আলীসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের ব্যক্তি বর্গ গন উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।