ভারতের কা আর্ট গ্যালারিতে সাতক্ষীরার সুদীপ্তার একক চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: সোমবার ৯ই মে ২০২২ ০৮:৫৩ অপরাহ্ন
ভারতের কা আর্ট গ্যালারিতে সাতক্ষীরার সুদীপ্তার একক চিত্র প্রদর্শনী

সুদীপ্তা স্বর্ণকার অজ পাড়াগাঁয়ে নিভৃত পল্লীর কাদামাটি মাখা পরিবেশে বেড়ে ওঠা একজন সাধারণ পরিবারের সদস্য। গ্রামের চিরচেনা মাটিতে আঙ্গুল ও কাঠি দিয়ে লেখা ও চিত্র অঙ্কনের মাধ্যমে যার ছোটবেলার খেলার জীবন শুরু। তিনি আজ চিত্র শিল্পকে আঁকড়ে ধরে অনেক উপরে উঠতে সক্ষম হয়েছে।


সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের গ্রাম ডাক্তার রনজিৎ কুমার স্বর্ণকারের মেয়ে সুদীপ্তা স্বর্ণকার। এখন তিনি বিশ্ববিদ্যালয়ে লেখা পড়ার সুযোগ কাজে লাগিয়ে দেশের সীমানা অতিক্রম করে ভারতে একক চিত্র প্রদর্শনীর মহৎ কাজটি করতে সক্ষম হয়েছেন। চিত্রকর্ম মানুষের মনের কথা বলে। আবেগ, অনুভূতি, মনের ব্যাথাবেদনা, সুখ-দুঃখের ভাষা চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলার নাম শিল্প। মানুষের না বলা অনুভূতিগুলোকে ক্যানভাসে ফুটিয়ে তোলার সুনিপুন কাজটি করে চলেছেন সাতক্ষীরা তথা বাংলাদেশের সুদীপ্তা স্বর্ণকার। 


চিত্রশিল্পকে একটি ধ্যানমূলক প্রক্রিয়া বলে বর্ণনা করে সুদীপ্তা বলেন, এর মাধ্যমে কেউ প্রাকৃতিক বিশ্ব এবং এর ছন্দের সঙ্গে যোগাযোগ করতে পারেন। রূপ, আলো, রঙ এবং প্রতীক তৈরিতে মনোযোগ দিয়ে অনুভূতি, উপলব্ধির জায়গা থেকে একটি সময়-ভিত্তিক অভিজ্ঞতা রেকর্ড করার চেষ্টা করেন তিনি। এই মহৎ চেতনা বুকে ধারণ করে সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের বেনারসের কা আর্ট গ্যালারিতে একক প্রদর্শনী করেছেন তিনি। নিজের অনুভূতিমালা চিত্রিত করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক মেধাবী শিক্ষার্থী সুদীপ্তা স্বর্ণকার। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২০১৪-১৫ সেশনের ছাত্রী। 


তিনি চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক যুথীকা বালা মন্ডলের মেয়ে। এই স্কুলে প্রাথমিক শিক্ষা শেষে মাধ্যমিক শিক্ষা শেষ করেন তারালি ইউনিয়নের বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয় থেকে। সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ উচ্চ মাধ্যমিক পাশ করেন। বিজ্ঞান বিভাগের ছাত্রী হলেও ছোটবেলা থেকেই আর্ট কলেজে পড়ার অধিক আগ্রহ থাকার কারণে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে ভর্তি হন। ২০১৯ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২০ সালে ভারত সরকারের আইসিসিআর স্কলারশিপ পেয়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ভর্তি হন।


বর্তমানে সেখানেই অধ্যয়নরত। উত্তর প্রদেশের বেনারসে বিখ্যাত কা আর্ট গ্যালারিতে প্রদর্শনীটি চলে ১৯-২৩ এপ্রিল পর্যন্ত। এনিয়ে সম্প্রতি হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে সাংবাদিকদের কথা হয়। সুদীপ্তা বলেন, ‘আমার ছবিগুলোতে আমি নিজের অনুভূতিগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। প্রদর্শনীতে একেক জন তার অনুভূতির জায়গা থেকেই দেখছে। আমি সবসময় এটাই চেয়েছি। আমার অনুভূতির জায়গা থেকে না দেখে সে তার নিজের অনুভূতি এবং দৃষ্টিকোণের জায়গা থেকে দেখুক।’ 


একক প্রদর্শনীর ব্যাপারে সুদীপ্তা স্বর্ণকার তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমি আমার অনুভূতিগুলোকে চিত্রিত করার চেয়ে প্রকাশ করতে চাই। যখন আমি পেইন্টিং করি, আমি কী করছি সে সম্পর্কে আমি সচেতন নই। এটি শেষ করার পরেই যখন আমি কী নিয়ে এসেছি তার সঙ্গে পরিচিত হব। আমি পরিবর্তন করতে ভয় পাই না, কারণ চিত্রকর্মের নিজস্ব একটি জীবন আছে। আমি একটি ছবি শুরু করি এবং শেষ করি। আমি কাজ করার সময় শিল্প নিয়ে ভাবি না। জীবন নিয়ে ভাবার চেষ্টা করি। আমি মনে করি শিল্পীর কাজ সবসময়ই রহস্যকে গভীর করা।’