বগুড়ার শাজাহানপুরে ৮০০ ইয়াবাসহ মোমিনুল ইসলাম ওরফে শাওন নামে ৩২ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শাওন উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর টিকাদারপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
শাজাহানপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, শাওন নিজ বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে মানুষের গতিবিধি লক্ষ্য করে নিরাপদে মাদক ব্যবসা করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালানো হয়। এ সময় সিসি ক্যামেরায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শাওন।
পরে কৌশলে তাকে আটক করা হয়। তার শরীর তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার কাছে থাকা মাদক বিক্রির ১৩ হাজার ৬০০ টাকা ও তার ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।