কলাপাড়ায় বিশ্ব বণ্যপ্রানী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩রা মার্চ ২০২২ ০৫:১৪ অপরাহ্ন
কলাপাড়ায় বিশ্ব বণ্যপ্রানী দিবস পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি, এই স্লোগানকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২২। বৃহষ্পতিবার সকাল ৯টায় উপকূলীয় বন বিভাগের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার  হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। 


এসময় কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, কলাপাড়া বন কর্মকর্তা আবদুস সালামসহ এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা উপস্থিত ছিলেন।