ভূঞাপুরে ইউপি সদস্য লাল মিয়ার পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: মঙ্গলবার ৭ই জুন ২০২২ ০৮:১৭ অপরাহ্ন
ভূঞাপুরে ইউপি সদস্য লাল মিয়ার পিতার ইন্তেকাল

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ লাল মিয়ার পিতা মোঃ হাসু মন্ডল ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।


মঙ্গলবার ( ০৭ জুন) দুপুরে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, ভাই-বোন, নাতি-নাতনি ও আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।


পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাকে বাড়ীর পাশে জানাজা নামাজ শেষে বিকেলে সিরাজগঞ্জ হোসেনপুর মালশাপাড়া কবরস্থানেই দাফন করা হয়।