ভূরুঙ্গামারীতে মদপানে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ১১ই জুন ২০২২ ০৬:২০ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে মদপানে একজনের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতিরিক্ত মদ পান করে মিজানুর রহমান নামের এক ব্যক্তি মারা গেছেন। ময়না তদন্তের জন্য পুলিশ তার লাশ শনিবার সকালে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 


স্থানীয়রা জানায়, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তরছাট গোপালপুর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৪৫) শুক্রবার রাতে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেলা সদরে নেয়ার পথে মধ্যরাতে সে মারা যায়। ভূরুঙ্গামারী থানা পুলিশ শনিবার ভোরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সকালে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।


এছাড়া গত বৃহস্পতিবার ওই এলাকায় মদ পান করে শাহজামাল নামের অপর এক ব্যক্তির মারা যাওয়ার খবর পাওয়া গেছে। অপরদিকে এরশাদ হোসেন নামের আরেক ব্যক্তি মদ পান করে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এলাকাবাসী বলছে তিনিও শুক্রবার রাতে মিজানুরের সাথে মদ পান করেছিলেন। এরশাদ তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি মদ পানের বিষয়টি অস্বীকার করেছেন। 


এলাকাবাসীর অভিযোগ সন্ধ্যা হলেই সীমান্তবর্তী পাগলাহাট বাজারে মাদকের হাট বসে। দূরদুরান্ত থেকে মাদকসেবীরা এখানে মাদক সেবন করতে আসে। 


শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, এলাকাবাসী বলছে অতিরিক্ত মদ পানের কারণেই মিজানুর মারা গেছেন। তবে পরিবারের লোকজন বিষয়টি অস্বীকার করছেন।


ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী জানান, মিজানুর রহমানের লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সে মাদকাসক্ত ছিলো। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ পান করার কারণে তার মৃত্যু হয়েছে।