এমপি ও নৌকার প্রার্থীর বিরুদ্ধে সাক্কুর দুই অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ১১ই জুন ২০২২ ১০:০২ অপরাহ্ন
এমপি ও নৌকার প্রার্থীর বিরুদ্ধে সাক্কুর দুই অভিযোগ

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে দুটি অভিযোগ দাখিল করেছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। 


শনিবার (১১ জুন) সন্ধ্যায় রিটার্নিং অফিসারের নিকট এ অভিযোগ দাখিল করা হয়। 


অভিযোগে উল্লেখ করা হয়, নৌকার প্রার্থীর পক্ষে সিটি এলাকায় বিভিন্ন ইউনিয়ন থেকে বহিরাগত লোকজন এনে জনসমাগম, মিছিল ও প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া বহিরাগত লোকদের নগরীতে সমাগম ঘটানোসহ এমপিওভুক্ত শিক্ষকদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এ বিষয়ে তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। 


রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষে কঠোর অবস্থানে আছে ইসি ও স্থানীয় প্রশাসন। শনিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু আলাদা দুটি অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 


এর আগে গত ৬ জুন এমপি বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেন সাক্কু। এর পরিপ্রেক্ষিতে ৮ জুন নির্বাচন কমিশন এমপি বাহারকে এলাকার ছাড়ার নির্দেশ দেয়।


কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে ছয়জন প্রার্থী। ১৫ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১০৫ কেন্দ্রের ৬৪০টি বুথে ভোটগ্রহণ হবে।