রোহিঙ্গা ও স্থানীয়দের সহাবস্থান বিষয়ে সাংবাদিকদের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: শনিবার ১৮ই জুন ২০২২ ০৬:২২ অপরাহ্ন
রোহিঙ্গা ও স্থানীয়দের সহাবস্থান বিষয়ে সাংবাদিকদের কর্মশালা

বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় বাসিন্দাদের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ে টেকনাফে কর্মরত বিভিন্ন ধরনের গণমাধ্যম কর্মীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


জার্মান সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড এ প্রশিক্ষণের আয়োজন করেন। 


শনিবার (১৮ জুন) সকাল ১০ থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত টেকনাফের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 


প্রশিক্ষণে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ও স্থানীয় অধিবাসীদের মধ্যে বিরোধের কারণ, প্রভাব এবং সেগুলোর সমাধান সাংবাদিকতায় কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে বিভিন্ন ধরনের অধিবেশন পরিচালিত হয়। স্থানীয় ও জাতীয় পর্যায়ে ১৬ জন সংবাদকর্মী প্রশিক্ষণে অংশ নেন।


প্রশিক্ষক ছিলেন-সমষ্টি পরিচালক ও জ্যৈষ্ঠ বার্তা সম্পাদক চ্যানেল আইয়ের মীর মাসরুর জামান, জিআইজেডের পরামর্শক জাহিদ হাসান, সমষ্টির গবেষণা পরিচালক রেজাউল হক সরওয়ার আজম মানিক প্রমূখ।