দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, উপজেলা প্রতিনিধি - দেবীদ্বার, কুমিল্লা
প্রকাশিত: সোমবার ২০শে জুন ২০২২ ০৬:১৪ অপরাহ্ন
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় নেয়ামত উল্লাহ নিশাদ (২০) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 


রোববার রাত সাড়ে ১০ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের দেবীদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে লক্ষীপুর গ্রামের মৃত সালাহ উদ্দিনের ছেলে। তবে সড়ক দূর্ঘটার কোন তথ্য নেই থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের কাছে। 


স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের দেবীদ্বার পৌর এলাকার সাইলচর নামক স্থানে ময়লা ফেলার ভ্যানের সাথে মটরসাইকেলটির ধাক্কা লাগে। ওই সময় মটরসাইকেল আরোহী নেয়ামত উল্লাহ নিশাদ গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার সময় ময়লা ফেলার ভ্যান রিক্সার ড্রাইভার জামাল হোসেনও আহত হন।


তার জমজ ভাই সাইফুল ইসলাম প্রায় ৬ মাস পূর্বে সৌদী আরব একটি কন্সট্রাকশন ফার্মে কাজ করা অবস্থায় বৈদ্যুতিক শক খেয়ে মারা যান। সোমবার বাদ জোহর জানাযা শেষে সাইফুল ইসলাম নিশাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এ ব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি  জানান, এরকম দূর্ঘটনার কোন তথ্য তার জানা নাই। সাংবাদিকের কাছ থেকে দূর্ঘটনার সংবাদ পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানাকে ঘটনাস্থলে পাঠিয়ে দূর্ঘটনায় নিহত ব্যাক্তির কোন তথ্য পাওয়া যায়নি।


দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে আমার থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে ঘটনাস্থলে পাঠাই, সে হাইওয়ে পুলিশকে খবর দিয়ে এনে দূর্ঘটনায় কবলিত মোটর সাইকেল ও ময়লার ভ্যানটি বুঝিয়ে দেন। দূর্ঘটনায় আহত মোটর সাইকেল চালক ও ভ্যান চালক দু’জনকেই  স্থানীয়রা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবা দিতে নিয়ে যান। মামলা থেকে শুরু করে বাকী কাজটি হাইওয়ে পুলিশের।