বরিশালের বাকেরগঞ্জে নদী থেকে মিলতি রানী হাওলাদার (৬০) নামে এক নারীর মরদেহউদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন।
জানা গেছে,বাকেরগঞ্জের কবাই এলাকার বাসিন্দা দিতেন্দ্রনাথ হাওলাদারের স্ত্রী মিলতি রানী হাওলাদার দীর্ঘদিন ধরে মৃর্গী রোগে ভুগছিলেন। প্রতিদিন সকালে পূজা শেষে তিনি নদীতে গোসল করতে যেতেন। আজ সকালে গোসল করতে গেলে হঠাৎ তার মৃর্গী রোগ দেখা দেয়। অনেক বেলা বাড়ার পরেও মিলতি রানী ঘরে না আসায় খোঁজ শুরু করে স্বজনরা। পরে তাকে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করলে মৃত অবস্থায় পাওয়া যায়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।