অভিযান অব্যহত :দৌলতদিয়ায় অবৈধ ড্রেজিং দিয়ে মাটি উত্তোলনের দায়ে পাইপ ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩রা আগস্ট ২০২২ ০৪:০৩ অপরাহ্ন
অভিযান অব্যহত :দৌলতদিয়ায় অবৈধ ড্রেজিং দিয়ে মাটি উত্তোলনের দায়ে পাইপ ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন বন্ধে আজও অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২ আগস্ট) বিকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মো. ইসমাইল শেখ এর ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়।


গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান  এ অভিযান পরিচালনা করেন। এ সময় ড্রেজার মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় ৩০টি ড্রেজিং এর লম্বা প্লাস্টিক পাইপ ধ্বংস করা হয়।