গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২৪শে আগস্ট ২০২২ ০৫:১০ অপরাহ্ন
গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

নওগাঁর ধামইরহাটে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ আগস্ট বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 


র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসা. আনজুয়ারা বেগমের সভাপতিত্বে প্রয়াত আইভী রহমানের স্মৃতিচারণ করেন আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম। 


এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, দপ্তর সম্পাদক আবু তালেব, আওয়ামীলীগ হেলাল হোসেন, কাউন্সিলর আব্দুল হাকিম, মহিলা আওয়ামীলীগের সম্পাদক আরজিনা বেগম, উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা তাসকিনা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।