ভাইয়ের মৃত্যুর খবর শুনে হার্ট এ্যটাকে বোনেরও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: রবিবার ১১ই সেপ্টেম্বর ২০২২ ০৫:৪১ অপরাহ্ন
ভাইয়ের মৃত্যুর খবর শুনে হার্ট এ্যটাকে বোনেরও মৃত্যু

ভাইয়ের মৃত্যু খবর শুনে বোনও ঢলে পড়লো মৃত্যুরকোলে। এ এক হৃদয় বিদারক ঘটনা। দুই পরিবারে এখন শোকের ছায়া। কোন ভাবেই থামছে না কান্নার রোল। ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে। 


গ্রামবাসি জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভাইয়ের মৃত্যুর খবর পান মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের শামছুল ইসলামের স্ত্রী রশিদা খাতুন। তার ভাই যশোরের চৌগাছা উপজেলার চাঁনপাড়া গ্রামের ফসিয়ার রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। 


খবরটি মুঠোফোনে শোনা মাত্রই রশিদা খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। রোববার বেলা ১১টার দিকে ভাই ফসিয়ার রহমানের দাফন সম্পন্ন হয় নিজ গ্রামে। 


অন্যদিকে ভাইয়ের দাফনের তিন ঘন্টা পর বোন রশিদার দাফন হয় মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের পারিবারিক গোরস্থানে। কয়েক ঘন্টার ব্যবধানে ভাই ও বোনের মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 


খবরের সত্যতা নিশ্চত করেছেন স্থানীয় এসবিকে ইউনিয়ন পরিষদের মেম্বর বাবলুর রহমান।