দেবীদ্বারে নির্জন বিল থেকে উলঙ্গবস্থায় মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: বুধবার ২৮শে সেপ্টেম্বর ২০২২ ০৭:০৮ অপরাহ্ন
দেবীদ্বারে নির্জন বিল থেকে উলঙ্গবস্থায় মরদেহ উদ্ধার

কুমিল্লা দেবীদ্বারে নির্জন বিল থেকে জামাল সরকার (৬৫) নামে উলঙ্গবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পূর্ব ফতেহাবাদ গ্রামের মহিশান সরকার বাড়ির পাশের নির্জন বিলের একটি পরিত্যাক্ত মৎস খামারের পাড় থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।


নিহত জামাল সরকার ফতেহাবাদ গ্রামের মহিশান সরকার বাড়ির মৃত: ওয়াহেদ আলী সরকার এর পুত্র। প্রায় ৩ বছর পূর্বে তার স্ত্রী সুফিয়া বেগম মারা যান। তিনি ৪ পুত্র সন্তানের জনক।


নিহতের নাতী রাকিব সরকার ও মনিরুল ইসলাম জানান, আমরা খবর শোনে  ঘটনাস্থলে গিয়ে দেখি দাদা (জামাল সরকার) বিবস্ত্র অবস্থায় মাটিতে পড়ে আছে। পড়নের নুঙ্গিটি গলার উপর উঠে ছিল, পান্জাবি ও গামছাটি গাছের ডালে ঝুলানো ছিল। আমরা গামছা দিয়ে কোমরের অংশ ঢেকে দেই। এতো রাতে এ নির্জন পরিত্যাক্ত খামারে যাওয়ার কোন কারন আমাদের জানা নেই। দাদার মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয়, এটি পরিকল্পিত হত্যা বলেই মনে হচ্ছে।


নিহতের পুত্র বধূ রাবিয়া আক্তার ও নিহতের  বড় ভাই মৃত হালিম সরকারের স্ত্রী আছিয়া বেগমও এটি হত্যাকান্ড হতে পারে বলে দাবী করেন।


দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, নিহতের ছোরতহাল রিপোর্টে কনুইর অংশে এবং মাথার পেছনে সামান্য জখমের কথা উল্লেখ আছে। অপমৃত্যু মামলা দায়ের করে লাশ পোষ্টমর্টেমের জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছি। অধিকতর তদন্ত এবং পোষ্টমর্টেম রিপোর্ট আসলেই এটি  স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা তা নিশ্চিতভাবে বলা যাবে।