বিশ্বকাপের আগে ইনজুরিতে মেসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ৫ই নভেম্বর ২০২২ ১১:১৯ অপরাহ্ন
বিশ্বকাপের আগে ইনজুরিতে মেসি

ফুটবল বিশ্বকাপের ঠিক আগে আগেই যেন একের পর এক দুঃসংবাদ ধেয়ে আসছে আর্জেন্টিনার দিকে। একজনের পর এক ফুটবলার বিশ্বকাপের ঠিক আগে আগেই ইনজুরিতে আক্রান্ত হচ্ছেন। অ্যানহেল দি মারিয়া দিয়ে যার শুরু। এরপর লো সেলসো বেশ বাজেভাবেই ইনজুরিতে পড়েন। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সেলসোর।


তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে ভয়ের খবর হয়ে এসেছে লিওনেল মেসির ইনজুরি। বিশ্বকাপের বাকি আর মাত্র ১৫ দিন। তবে এর আগে আগেই ইনজুরিতে আক্রান্ত হয়েছেন মেসি। যদিও মেসির এই ইনজুরি খুব বেশি কিছু নয়। এমনকি বিশ্বকাপেও মাঠে নামা নিয়ে এখনও পর্যন্ত কোনো শঙ্কা নেই মেসিকে ঘিরে।


তবে এই ইনজুরির জন্য বিশ্বকাপের ঠিক আগে আগেই প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে মাঠে নামছেন না সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। লরিয়েন্তের বিপক্ষে ম্যাচে মেসি খেলবেন না সতর্কতার অংশ হিসেবে।


মেসির ইনজুরি নিয়ে এমন আপডেট দিয়েছে পিএসজি। যেখানে তারা জানিয়েছে এই আর্জেন্টাইন অধিনায়ক গোড়ালির পেছনের অংশে ব্যথা অনুভব করায় এই বিশ্রাম নিচ্ছে। পিএসজি নিজেদের বিবৃতিতে জানিয়েছে, ‘মেসিকে এখন আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী সপ্তাহ থেকে দলীয় অনুশীলনে যোগ দেবেন তিনি।’


বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বল পায়ে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। পিএসজির জার্সিতে এবারের মৌসুমে ১২ গোল করে ফেলেছেন আর্জেন্টিনার এই তারকা। বিশ্বকাপের মঞ্চে এই ফর্ম ধরে রাখতে পারলে ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ বিশ্বকাপের শিরোপাও জিতে নিতে পারেন মেসি এবং তার দল।