“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করি” প্রতিপাদ্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে শহীদ ওমর ফারুক সড়কে মানববন্ধন করেছে উদ্দীপন পিরোজপুর জেলা শাখা। পরে দুপুরে উদ্দীপন জেলা কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা। উদ্দীপন পিরোজপুর আঞ্চলিক ব্যবস্থাপক কাইয়ুম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না, পৌরসভার সাবেক কাউন্সিলর মিনারা বেগম, উদ্দীপনের প্রকল্প সমন্বয়কারী আবু রায়হান।
উদ্দীপন ক্লাব সহায়ক অমিত বিশ্বাসের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ক্লাব সদস্য সুমাইয়া আক্তার তন্বীসহ উদ্দীপনের আরো অনেকে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে উদ্দীপন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।