কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিকশাচালক নিহত।
জানা গেছে, বুধবার আনুমান সকাল১১ টার দিকে উপজেলার কাউখালী নৈকাঠী সড়কের জয়কুল নামক স্থানে উপজেলার আয়রন গ্রামের মৃত্যু সেরজন আলী হাওলাদারের ছেলে অটো রিক্সা চালক নুর আলম হাওলাদার (৫০) বুধবার অটোরিকশা চালিয়ে কাউখালী যাবার পথে জয়কুল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় কোন গাড়িতে সড়ক দুর্ঘটনা ঘটেছে তার সঠিক তথ্য এখনো জানা যায়নি।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ বনি আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ একটি টিম পাঠানো হয়েছে তদন্ত করে জানা যাবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।