পিরোজপুর পৌর শহরের আলামকাঠী এলাকা থেকে কাজল রানী শীল নামের এক গৃহবধূ ১০ দিন ধরে নিখোঁজ হয়েছে। গত ২৫ মার্চ ২০২৩ তারিখ শনিবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলে তাকে অনেক খোঁজা-খুজি করেও তার কোন সন্ধান পাননি গৃহবধূর সন্তান ও স্বামী।
নিখোঁজ গৃহবধূ কাজল রানী শীল (৪৫) পিরোজপুর পৌলসভার ১ নং ওয়ার্ডের আলামকাঠী এলাকার স্বপন কুমার শীলের স্ত্রী।
নিখোঁজ কাজল রানী শীলের ছেলে চিন্ময় কুমার শীল জানান, গত ২৫ মার্চ ২০২৩ তারিখ শনিবার তার মা বাড়ি থেকে হঠাৎ করে বের হয়ে নিখোঁজ হন। তিনি সহ পরিবারের অন্য সদস্যরা অনেক খোঁজা-খুজি করেও তার মায়ের কোন সন্ধ্যান না পেয়ে গত ২৬ মার্চ -২৩ তারিখ পিরোজপুর সদর থানায় একটি নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরী করেন।যার সাধারণ ডায়েরী নং-১২০৭, তাং-২৬/০৩/২৩।
তিনি আরো জানান, তার মা শারিরীক ভাবে বেশ অসুস্থ। কেউ যদি তার কোন সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে ০১৭৬৩৬৩২০০০ মোবাইল নম্বরে বা পাশর্^বর্তী থানায় জানানোর জন্য অনুরোধ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।