কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নে আগুন লেগে সেকেন্দার আলী নামের এক প্রতিবন্ধী ব্যক্তির তিনটি ঘর পুড়ে গেছে। এছাড়া আগুনে একটি ষাঁড় মারাত্মক ভাবে দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাইকেরছড়া ইউনিয়নের আসামপাড়া গ্রামে আগুন লাগার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সেকেন্দার আলীর স্ত্রী বৃহস্পতিবার দুপুরে রান্না ঘরে খাবার রান্না করছিলেন। এ সময় হঠাৎ করে রান্না ঘরে আগুন লাগে। তা দ্রুত পাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে টিনের তৈরি একটি বসত ঘর, রান্না ঘর ও গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় গোয়ালে থাকা একটি ষাঁড় আগুনে পুড়ে মারাত্মক ভাবে দগ্ধ হয়।
ক্ষতিগ্রস্ত সেকেন্দার আলী বলেন, আমি প্রতিবন্ধী ও নদী ভাঙা মানুষ। দুধকুমার নদের ভাঙ্গনে ভিটে মাটি হারিয়েছি। গরুটাই একমাত্র সম্বল। আগুনে গরুর শরীর পুড়ে গেছে। গত মঙ্গলবার পাইকার গরুটির দাম এক লাখ টাকা বলেছিল।ইউপি সদস্য আবু সায়াদাত মোহাম্মদ বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।