সরাইলে বিশ্ব তামাক মুক্ত দিবসে র‍্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ৩১শে মে ২০২৩ ০৪:৩৩ অপরাহ্ন
সরাইলে বিশ্ব তামাক মুক্ত দিবসে র‍্যালী ও আলোচনা সভা

সারাদেশের মতো ‘ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে(৩১ মে)বুধবার  সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা তামাকের ক্ষতিকর এবং নেতিবাচক দিকগুলো তুলে ধরে আগামি প্রজন্মকে বাঁচাতে ও সুস্থ জীবন গড়তে তামাক ছাড়তে আহ্বান জানান।


সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা  ডা. মো. নোমান মিয়া, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল থানা অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম,


সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, সরাইল সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিলাল মিয়া, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. আশরাফ হোসেন প্রমুখ।