বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।১ জুন বৃহস্পতিবার বাদ আসর সরাইল উপজেলার কালিকচ্ছ লস্কর পাড়ায় বিএনপির সাধারণ সম্পাদকের বাড়ির সামনের মাঠে স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে এক শোক সভার আয়োজন করা হয়েছে।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো.আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম (খোকন)।
সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মো. নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য একে এম কামরুজ্জান মামুন, জেলা যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি এড. গোলাপ,জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরমান মিয়া,ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. তাজুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক মো.আবু সুফিয়ান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম মিয়া, সরাইল বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ,সরাইল সদর বি এনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো. জামাল হোসেন লস্কর প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন,চুন্টা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মো.সেলিম।পরিশেষে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে জিল্লুর রহমানের আত্বার মাগফেরাত কামনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।