বরিশালের হিজলা উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম মতবিনিময় সভা করেছেন। এসময় তার সফর সঙ্গি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রফিকুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ৩ আগস্ট বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে
এবং সহকারী কমিশনার(ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। উপজেলা পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তা, শিক্ষক, জণপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভার শুরুতে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়েছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, আপনাদের অব্যক্ত কথা গুলো আমি বুঝতে পেরেছি। এখানের মানুষ প্রতিদিন প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে আছে যা আজ আমি সফরে এসে নিজ চোখে দেখেছি। আমার নিজের যতটুকু দায়িত্ব আছে তা পালন করার চেষ্টা করবো। সকলকে সাথে নিয়ে হিজলাসহ বরিশালের উন্নয়ন চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ সরকারি দপ্তরে এলে তাদেরকে বসিয়ে না রেখে কাজটি দ্রুত করে দিবেন। এতে তারা সম্মানবোধ করবেন এবং আত্মতৃপ্তি পাবেন শেষ বয়সে এসে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।