বরিশালে ১নং ওয়ার্ডে নগর প্লটুন ( টিডিপি) মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: রবিবার ১৭ই সেপ্টেম্বর ২০২৩ ০৯:২৭ অপরাহ্ন
বরিশালে ১নং ওয়ার্ডে  নগর প্লটুন ( টিডিপি) মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

'শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা' স্লোগানকে সামনে রেখে বরিশাল সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে  বরিশালে ১ নং ওয়ার্ডে  ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে ১০ দিন মেয়াদি টিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম (০৩ সেপ্টেম্বর, ২০২৩) শুরু হয় এবং (১৭ সেপ্টেম্বর, ২০২৩) সার্টিফিকেট ও আনসার ভিডিপি শেয়ার প্রদানের মাধ্যমে  সমাপনী অনুষ্ঠিত হয়।


এরই ধারাবাহিকতায় আজ ১৭ সেপ্টেম্বর রবিবার  প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি বরিশাল  সহকারী জেলা কম্যান্ডেন্ট বাসুদেব ঘোষ।


আরো উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা  আনসার ভিডিপি কর্মকর্তা, মেরিনা আক্তার, বাবুগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ জুয়েল রানা।


প্রধান অতিথির  বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই টিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের প্রাথমিকভাবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান, সামাজিক দায়বদ্ধতা, প্রাথমিক আইনগত ধারণা প্রদান, নারী ও শিশু পাচার রোধ, বাল্যবিয়ে নিরোধ, যৌতুক প্রদান বন্ধ করা, ইভটিজিং,  মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, পরিবেশ দূষণ, দুর্নীতি প্রতিরোধ ও শিষ্টাচার, নির্বাচন, দুর্গাপূজা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে দায়িত্ব পালন, জঙ্গি দমনবিষয়ক আলোচনা, কৃষি, বৃক্ষ রোপণ ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারবিষয়ক আলোচনা, গবাদি পশু/পাখি পালন ও চিকিৎসা পদ্ধতি, মৎস্য চাষ ও চিকিৎসা পদ্ধতি, অগ্নি দুর্ঘটনা ও টিডিপি সদস্যদের করণীয় প্রভৃতি বিষয়ে আলোচনা করেন এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব মেরিনা আক্তার সাংবাদিকদের জানান পরে তাদের যোগ্যতানুসারে  বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষন ও ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক  প্রশিক্ষণের জন্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অধিকতর অগ্রাধিকার দেয়া হবে। 


তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ  ভিডিপি প্লাটুনের সদস্য হিসেবে নিয়োজিত/তালিকাভুক্ত হবেন এবং পরবর্তীতে টিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য/ সদস্যারা বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ গ্রহনকরে স্বাবলম্বী হতে পারবে  প্রশিক্ষণ সমূহ  মুক্তা চাষ, মটর ড্রাইভিং, কম্পিউটার ,  সেলাই ও ফ্যাশন ডিজাইন, ওয়েলডিং, ইলেক্ট্রিশিয়ান, ফ্রিজ ও এয়ারকন্ডিশন  রিপেয়ারিং, টাইলস ফিটিং, প্লামবিং ইত্যাদি কোর্সে  অংশগ্রহণের সুযোগ পাবেন।


সমাপনী  অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন করেন,মোঃ জুয়েল রানা, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষ, বাবুগঞ্জ।