ঝিনাইদহে এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসার ৬শ' সভাপতি পলাতক!

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: মঙ্গলবার ১৩ই আগস্ট ২০২৪ ০৬:৩০ অপরাহ্ন
ঝিনাইদহে এমপিওভুক্ত স্কুল-কলেজ ও  মাদ্রাসার ৬শ' সভাপতি পলাতক!

ঝিনাইদহে এমপিওভুক্ত স্কুল কলেজের বেশির ভাগ সভাপতি গা ঢাকা দিয়েছেন। ফলে শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। সৃষ্ট জটিলতা নিরসনের জন্য মন্ত্রনালয় থেকে বিশেষ উদ্যোগ গ্রহন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রনালয়ের সুত্রমতে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার সভাপতির মৃত্যু, পলাতক বা যে কোন কারণে অনুপস্থিতির ফলে সৃষ্ট সমস্যা সমাধান করবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগন। তারা সভাপতির পরিবর্তে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সীটে সাক্ষর করবেন। 


এদিকে ঝিনাইদহের ৬ উপজেলায় এমপিওভুক্ত কলেজ, স্কুল ও মাদ্রাসার সংখ্যা রয়েছে ৬২৭টি। এর মধ্যে জেলায় মোট স্কুলের সংখ্যা ৪৮৮, কলেজ ২৭টি ও মাদ্রাসা ১১২টি রয়েছে। 


ঝিনাইদহ জেলা শিক্ষা বিভাগ সুত্রে জানা গেছে, বেশির ভাগ এমপিওভুক্ত কলেজ, স্কুল ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন সরকারী সমর্থক নেতাকর্মী। ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন ঘটলে জনরোষ এড়াতে জেলার এমপিওভুক্ত কলেজ, স্কুল ও মাদ্রাসার বেশির ভাগ সভাপতি পালিয়ে আছেন। এক সপ্তার বেশি তাদের কোন খোজ নেই। ফলে শিক্ষক কর্মচারীদের বেতন অনিশ্চিত হয়ে পড়ে। 


এদিকে বেতন সীটে সভাপতির সক্ষর জটিলতা দেখা দিলে শিক্ষা মন্ত্রনালয় বিশেষ উদ্যোগ গ্রহন করে। মহেশপুরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শওকাত আলী জানান, এমপিওভুক্ত কলেজ, স্কুল ও মাদ্রাসার বেতন জটিলতা নিরসনে মন্ত্রনালয় থেকে আজই একটি চিঠি এসেছে। 


চিঠিতে ঝিনাইদহ জেলা প্রশাসক বা তার প্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসারগন শিক্ষকদের বেতন সীটে সাক্ষর করতে পারবেন। এই সার্কুলার জারি হওয়ার পর শিক্ষক কর্মচারীরা হাফ ছেড়ে বেচেছেন। 


বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা ভারপ্রাপ্ত শিক্ষা আজহারুল ইসলাম জানান, এমন খবর তিনিও শুনেছেন। তবে যারা পলাতক সেখানে নতুন কমিটি গঠন করা হবে। আপাতত জেলা প্রশাসক বা তার প্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসারগন শিক্ষকদের বেতন সীটে সাক্ষর করবেন বলে তিনি জানান।