প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে মার্চ ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ন
প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক মো. সুজন (৩১)কে র‍্যাব গ্রেপ্তার করেছে। সুজন সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে। বুধবার নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  


র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু জানান, ভিকটিম (১৪) স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। অভিযুক্ত শিক্ষক সুজন ভিকটিমের প্রতিবেশী এবং তাকে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর সুযোগ নিয়ে সুজন ছাত্রীকে বিভিন্নভাবে প্রলোভন দেখাতেন।  


ছাত্রীর মা বিষয়টি টের পেয়ে তার বাবাকে জানান। জিজ্ঞাসাবাদে ছাত্রী জানায়, সুজন তাকে গোপনে চট্টগ্রামে বেড়াতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বিপদের আশঙ্কায় ছাত্রীর বাবা প্রাইভেট পড়ানো বন্ধ করে দেন এবং মেয়ের মানসিক অবস্থা বিবেচনা করে তাকে বেড়ানোর জন্য পাঠান।  


২০২০ সালের ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে সুজন ছাত্রীকে প্রলোভন দেখিয়ে নোয়াখালী থেকে ফেনী জেলায় নিয়ে যান। পরে স্থানীয় ইউপি কার্যালয়ে তাদের নিয়ে আসা হয়। ইউপি চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে সুজন ছাত্রীকে তার বিবাহিত স্ত্রী বলে দাবি করেন, কিন্তু বিয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।  


ছাত্রীর বাবা এ ঘটনায় মামলা দায়ের করলে আদালত সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে সুজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সুজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।  


র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে সুধারাম থানায় আইনানুগ ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন।  


গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি।