খাগড়াছড়িতে টিসিবি পণ্য অবৈধ বিক্রির অভিযোগে ডিলার ও দোকানদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে মার্চ ২০২৫ ০১:৪৪ অপরাহ্ন
খাগড়াছড়িতে টিসিবি পণ্য অবৈধ বিক্রির অভিযোগে ডিলার ও দোকানদার গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলা সদরে টিসিবির পণ্য সামগ্রী সুবিধাভোগীদের না দিয়ে বাজারে বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন, খাগড়াছড়ি সদরের টিসিবির ডিলার জহিরুল আলম এবং দোকানদার নাজমুল হাসান।  


খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, স্থানীয় সুবিধাভোগী ও সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। খাগড়াছড়ি শহরের কুমিল্লা টিলায় নাজমুল হাসানের দোকান থেকে ২৭ জন সুবিধাভোগীর টিসিবি পণ্য উদ্ধার করা হয়। নাজমুল হাসানের স্বীকারোক্তির ভিত্তিতে ডিলার জহিরুল আলমকেও গ্রেপ্তার করা হয়।  


পুলিশ জানায়, টিসিবির পণ্য সামগ্রী নির্ধারিত দামে সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর পরিবর্তে ডিলার ও দোকানদাররা তা বাজারে উচ্চমূল্যে বিক্রি করছিলেন। এ অভিযোগের সত্যতা পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।  


স্থানীয়রা জানান, টিসিবির পণ্য সামগ্রী নিম্ন আয়ের মানুষের জন্য সহজলভ্য করার উদ্দেশ্যে সরকার এই কার্যক্রম চালু করে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এ সুযোগ নিয়ে অবৈধভাবে মুনাফা লাভ করছেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন।  


পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রি রোধে নিয়মিত অভিযান চালানো হবে বলে তিনি জানান।  


এ ঘটনায় স্থানীয়রা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তারা বলেছেন, টিসিবির পণ্য যাতে প্রকৃত সুবিধাভোগীরা পান, তা নিশ্চিত করতে আরও কঠোর নজরদারির প্রয়োজন।  


আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি।