প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৮:১
গভীর ভালোবাসা মানে শুধু সুখের দিন নয়, বরং দুঃখ-কষ্টের সময়ও একে অপরের হাত শক্ত করে ধরা। টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের সুতি গ্রামের কাঙ্গাল দাস এলাকায় বসবাসরত খোকা (৬০) ও খুকি (৬৫) নামের এই বৃদ্ধ দম্পতির জীবন এমনই এক উদাহরণ। ছোটবেলায় সুস্থ দৃষ্টিসম্পন্ন খোকা মাত্র ছয়-সাত বছর বয়সে অজানা এক রোগে অন্ধ হয়ে যান। সেই অন্ধত্বই হয়ে ওঠে তার সারাজীবনের সঙ্গী।